“তুমি আমাকে দিদা বানিয়েছ”, নাতনির জন্মদিনে আবেগী মধু চোপড়া; দেখে নিন মালতি মারির বার্থডে অ্যালবাম

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি চার বছরে পদার্পণ করল বিশ্বখ্যাত তারকা জুটি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের একমাত্র আদুরে কন্যা মালতি মারি জোনাস। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া মালতি এখন নেটপাড়ার অন্যতম বড় সেনসেশন। মেয়ের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে কোনো খামতি রাখেননি দেশি গার্ল।
ডিজনি রাজকুমারীর থিমে জমকালো পার্টি: শুক্রবার ইনস্টাগ্রামে মালতির জন্মদিনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। এবারের পার্টির থিম ছিল ‘লিটল মারমেড’ বা সমুদ্রের নিচের মৎস্যকন্যাদের জগৎ। গোটা বাড়ি সাজানো হয়েছিল মারমেড আকৃতির বেলুন দিয়ে। কেক কাটিং এরিয়ায় বড় করে লেখা ছিল ‘মালতি’স ফোর্থ বার্থডে’। শুধু তাই নয়, কেক থেকে শুরু করে অতিথিদের জন্য মাছের আকৃতির কুকিজ এবং উপহারের হ্যাম্পারেও ছিল ডিজনির ছোঁয়া। নিক জোনাসকে ট্যাগ করে প্রিয়াঙ্কা এই রঙিন মুহূর্তগুলো ভাগ করে নিয়েছেন।
দিদার আবেগঘন বার্তা: নাতনির জন্মদিনে পিছিয়ে ছিলেন না প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও। তিনি মালতির সঙ্গে কাটানো বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার করে লিখেছেন, “তুমি আমাকে দিদা বানিয়েছ, আমার জীবন আনন্দে ভরিয়ে দিয়েছ। শুভ জন্মদিন আমার পরী।”
কাজের ব্যস্ততায় প্রিয়াঙ্কা: ব্যক্তিগত জীবনের পাশাপাশি প্রিয়াঙ্কার পেশাদার জীবনও এখন তুঙ্গে। আগামী ২৫ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে তাঁর অ্যাকশন থ্রিলার ‘দ্য ব্লাফ’। তবে ভারতীয় দর্শকদের জন্য সবথেকে বড় চমক হতে চলেছে এসএস রাজামৌলির ছবি ‘বারাণসী’। মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে এই ছবির মাধ্যমেই দীর্ঘ ৮ বছর পর ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন করছেন প্রিয়াঙ্কা। ছবিটি ২০২৭ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
View this post on Instagram