‘নিজেদের ইচ্ছায় থাকতে চাই’, রক্ষকের বিরুদ্ধেই ভক্ষকের অভিযোগ তুলে সরব ছত্রপুরের কাজল ও রানী।

ছত্রপুর জেলায় দুই তরুণীর সমকামী বিবাহকে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। ২৩ বছর বয়সী কাজল এবং ২১ বছর বয়সী রানী (নাম পরিবর্তিত) গত পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন। সম্প্রতি তাঁরা একটি মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু পরিবারের আপত্তির জেরে বিষয়টি চরম আকার নেয়। বুধবার পুলিশ তাঁদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেও, বৃহস্পতিবার এক তরুণী সরাসরি পুলিশ সুপারের দপ্তরে গিয়ে প্রশাসনের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তোলেন।
আবেদনকারীর অভিযোগ, থানা চত্বরে এবং পরবর্তীতে বাড়িতে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। তাঁর দাবি, পুলিশ তাঁদের কথা না শুনে জোর করে তাঁদের আলাদা করে পরিবারের হাতে তুলে দিয়েছে। বর্তমানে তিনি নিজের জীবনের নিরাপত্তা এবং সঙ্গীর সাথে থাকার অনুমতি চেয়েছেন। সিএসপি অরুণ কুমার সোনি জানিয়েছেন, আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।