নাগপুরে বিজেপির ‘সেঞ্চুরি’! আরএসএস-এর গড়ে ধূলিসাৎ কংগ্রেস, জয়ের পথে মহাযুতি
January 16, 2026

মহারাষ্ট্রের শীতকালীন রাজধানী নাগপুরে আবারও উড়তে চলেছে গেরুয়া নিশান। ১৫১টি ওয়ার্ডের নাগপুর পুরসভা নির্বাচনের প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বিজেপি বর্তমানে ৯৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেস লড়াই দিচ্ছে মাত্র ৩৫টি আসনে। শরদ পওয়ার বা উদ্ধব ঠাকরের জোট সঙ্গীরা এখানে এখনও পর্যন্ত খাতা খুলতে সেভাবে সক্ষম হয়নি।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫২ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে। বৃহস্পতিবার ভোট গ্রহণের দিন ‘অমোচনীয় কালি’ সহজে মুছে যাওয়ার অভিযোগ তুলে উদ্ধব ও রাজ ঠাকরে বিতর্ক তৈরি করেছিলেন। তবে রাজ্য নির্বাচন কমিশন সেই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়ে স্বচ্ছ গণনার আশ্বাস দিয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং নীতিন গডকড়ীর নিজের শহর নাগপুরে এই জয় ২০২৬-এর মহারাষ্ট্র রাজনীতির সমীকরণ আরও স্পষ্ট করে দিল।