পওয়ার গড়ে পদ্ম-ঝড়! পুণে ও পিম্পরি-চিঞ্চওয়াড়ে জয়ের পথে বিজেপি, কার্যত ধুয়ে গেল এনসিপি

মহারাষ্ট্রের পুরসভা নির্বাচনের প্রাথমিক ট্রেন্ড আসতেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, রাজ্যের শহর এলাকার রাজনীতিতে বড়সড় রদবদল ঘটতে চলেছে। পুণে পুরসভা (PMC) এবং পিম্পরি-চিঞ্চওয়াড়ে বিজেপি একাই ৪৯টি আসনে এগিয়ে থেকে পওয়ার পরিবারের এনসিপি জোটকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এমনকি অজিত পওয়ার ও শরদ পওয়ারের ঐক্যবদ্ধ লড়াইও বিজেপির জয়রথ রুখতে ব্যর্থ হচ্ছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, দেশের সবথেকে ধনী পুরসভা মুম্বইয়েও (BMC) দাপট দেখাচ্ছে বিজেপি-শিবসেনা মহাযুতি জোট। সকাল ১১টার খবর অনুযায়ী, ১৩৫টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ৪৯টিতে এবং একনাথ শিন্ডের শিবসেনা ২৬টিতে এগিয়ে রয়েছে। উল্টোদিকে, উদ্ধব ঠাকরের শিবসেনা (UBT) ৪০টি আসনে লড়াই দিচ্ছে। কংগ্রেস ও রাজ ঠাকরের এমএনএস-এর ফল এখনও পর্যন্ত হতাশাজনক। ২০১৭ সালের পর দীর্ঘ ৮ বছর বাদে হওয়া এই পুরভোটের ফলাফলের দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা দেশ।