১৫০ বছরের প্রথা ভাঙছে স্পেনে! মুকুট মাথায় তুলে ইতিহাস গড়ছেন সাংবাদিক-কন্যা রাজকুমারী লিওনর

স্পেনের রাজপরিবারে এক দীর্ঘ দেড়শো বছরের ‘মিথ’ বা ছক ভাঙতে চলেছে। রাজা ষষ্ঠ ফিলিপ ও রানী লেটিজিয়ার জ্যেষ্ঠ কন্যা, ২০ বছর বয়সী রাজকুমারী লিওনর হতে চলেছেন স্পেনের পরবর্তী রানী। ১৮০০ সালে রানী ইসাবেলার পর এই প্রথম কোনো নারী স্পেনের শাসনভার গ্রহণ করতে চলেছেন, যা সে দেশের ইতিহাসে এক অনন্য ঘটনা।

সাংবাদিকের মেয়ে থেকে সিংহাসনের উত্তরাধিকারী: রাজা ফিলিপ ২০০৪ সালে প্রাক্তন সাংবাদিক লেটিজিয়াকে বিয়ে করেন। এই রাজ দম্পতির দুই কন্যা— লিওনর (জন্ম ২০০৫) এবং সোফিয়া (জন্ম ২০০৭)। বড় মেয়ে হিসেবে লিওনরই স্প্যানিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী। সাংবাদিকের মেয়ে হয়েও রাজপরিবারের কঠোর শৃঙ্খলার মধ্যে বড় হয়েছেন তিনি।

কঠিন সামরিক প্রস্তুতি: ভবিষ্যতের ‘কমান্ডার-ইন-চিফ’ হওয়ার জন্য লিওনর কঠোর পরিশ্রম করছেন। স্প্যানিশ আইন অনুযায়ী সিংহাসনের উত্তরাধিকারীকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়।

শিক্ষাগত যোগ্যতা: তিনি ওয়েলসের ইউডব্লিউসি আটলান্টিক কলেজ থেকে আন্তর্জাতিক স্নাতক ডিপ্লোমা অর্জন করেছেন।

ভাষাগত দক্ষতা: তিনি স্প্যানিশ ছাড়াও কাতালান, ইংরেজি, ফরাসি, আরবি ও ম্যান্ডারিন ভাষায় অনর্গল কথা বলতে পারেন।

সামরিক মিশন: ২০২৩ সালে জারাগোজায় সেনা প্রশিক্ষণ শুরু করেন লিওনর। ২০২৪ সালে নৌ প্রশিক্ষণের অংশ হিসেবে ‘জুয়ান সেবাস্তিয়ান ডি এলকানো’ জাহাজে করে ১৪০ দিনে ১৭,০০০ মাইল সমুদ্রযাত্রা সম্পন্ন করেছেন তিনি।

সর্বোচ্চ সম্মান: বর্তমানে মার্সিয়ার এয়ার অ্যান্ড স্পেস একাডেমিতে বিমান বাহিনীর প্রশিক্ষণ নিচ্ছেন লিওনর। তাঁর এই অসাধারণ কৃতিত্বের জন্য তাঁকে মার্সিয়া অঞ্চলের সর্বোচ্চ সম্মান ‘স্বর্ণপদক’-এ ভূষিত করা হচ্ছে। স্পেনের সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ সর্বাধিনায়ক হিসেবে লিওনরের এই যাত্রা বিশ্বজুড়ে নজর কেড়েছে।