এই সপ্তাহেই কি শীতের বিদায় ঘণ্টা? রবিবারে হাওয়া বদল, সোমবার থেকে একলাফে বাড়বে পারদ

শীতপ্রেমীদের জন্য মন খারাপের খবর! মাঘের শুরুতে রাজ্যে জমিয়ে শীতের আমেজ থাকলেও, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে এই আমেজ স্থায়ী হবে মাত্র এই সপ্তাহটুকুই। রবিবার থেকেই আবহাওয়ার ভোলবদল শুরু হবে এবং সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
কেন হঠাৎ এই পরিবর্তন? আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার কারণেই উত্তুরে হাওয়ার পথ রুদ্ধ হচ্ছে। ১৯ জানুয়ারি অর্থাৎ সোমবার আরও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা দেশে প্রবেশ করবে। এছাড়া লাক্ষাদ্বীপ ও কেরল উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তও আবহাওয়ার এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে।
কুয়াশার দাপট ও দৃশ্যমানতা: তাপমাত্রা বাড়ার আগে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে কুয়াশার দাপট বাড়বে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও মালদাতেও শনি ও রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে।
আজকের তাপমাত্রা: শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিন শীতের এই আমেজ বজায় থাকলেও সোমবার থেকে কলকাতার পারদ ১৪-১৫ ডিগ্রিতে এবং পশ্চিমের জেলাগুলিতে ১০-১২ ডিগ্রিতে উঠে যাবে। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।