১৬ জানুয়ারি ফ্রি এন্ট্রি! ৬০ হাজার পর্যটকের ভিড়ে উত্তাল তাজমহল, ১,৭২০ মিটার লম্বা চাদর চড়বে শনিবার

বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম তাজমহলে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মুঘল সম্রাট শাহজাহানের ৩৭১তম বার্ষিক ওরস। এই বিশেষ উপলক্ষ্যে পর্যটকদের জন্য তাজমহলে প্রবেশ বিনামূল্যে করে দেওয়ায় প্রথম দিনেই প্রায় ৬০,০০০ দর্শনার্থীর সমাগম ঘটে। পর্যটকদের নিরাপত্তা ও ভিড় সামলাতে দিনভর কালঘাম ছুটল এএসআই (ASI) ও সিআইএসএফ (CISF) কর্মীদের।

আসল সমাধি দেখার একমাত্র সুযোগ: বছরের এই ৩ দিনই তাজমহলের মূল গম্বুজের নিচে অবস্থিত সম্রাট শাহজাহান ও মমতাজ মহলের আসল সমাধি কক্ষটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বৃহস্পতিবার পর্যটকদের উপচে পড়া ভিড় সামলাতে স্মৃতিস্তম্ভের বাইরে দীর্ঘ লাইন পড়ে যায়। নিরাপত্তা বেষ্টনী ভেঙে অনেক জায়গায় বিশৃঙ্খলা দেখা দিলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ওরসের ৩ দিনের কর্মসূচি: ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। প্রথম দিন ‘গোসল’ অনুষ্ঠানের মাধ্যমে ওরসের সূচনা হয়। দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার হবে ‘চন্দন’ অনুষ্ঠান ও কাওয়ালি। ওরসের শেষ দিন অর্থাৎ শনিবার ১,৭২০ মিটার দীর্ঘ একটি রেকর্ড-ব্রেকিং রঙধনু রঙের চাদর অর্পণ করা হবে, যাকে ঘিরে পর্যটকদের মধ্যে তুমুল উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

শুক্রবার ও পর্যটকদের জন্য জরুরি তথ্য: আজ শুক্রবার হওয়ায় তাজমহলের প্রবেশবিধিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। দুপুর ২টো পর্যন্ত সাধারণ পর্যটকদের জন্য তাজমহল বন্ধ থাকবে। তবে দুপুর ২টোর পর থেকে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে এবং দর্শনার্থীরা আসল সমাধিগুলি দেখার সুযোগ পাবেন। শুক্রবার জুম্মার নামাজের জন্য স্থানীয় উপাসকদের প্রবেশাধিকার স্বাভাবিক থাকবে।