ক্রিকেটের পর এবার সাইক্লিং! পুনে গ্র্যান্ড ট্যুরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মহেন্দ্র সিং ধোনি

ভারতের প্রথম ‘UCI 2.2’ ক্যাটাগরির মাল্টি-স্টেজ রোড রেস সাইক্লিং ইভেন্ট ‘বাজাজ পুনে গ্র্যান্ড ট্যুর’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হলেন মহেন্দ্র সিং ধোনি। ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত পুনেতে অনুষ্ঠিত হবে এই হাই-ভোল্টেজ প্রতিযোগিতা। যেখানে ৩৫টি দেশের ২৯টি দলের মোট ১৭১ জন রাইডার অংশ নেবেন।

দাক্ষিণাত্য মালভূমি এবং সহ্যাদ্রি পর্বতমালার দুর্গম ও চ্যালেঞ্জিং ৪৩৭ কিলোমিটার দীর্ঘ পথে চলবে এই রেস। ধোনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “ভারত পেশাদার সাইক্লিংয়ে এক নতুন অধ্যায় শুরু করছে। আমাদের জাতীয় দলের জন্য এটি দেশের মাটিতে জ্বলে ওঠার এবং গৌরব বয়ে আনার সেরা সুযোগ।” ধোনির মতো আইকনের যুক্ত হওয়া ভারতের সাইক্লিং স্পোর্টসকে নতুন এক মাত্রায় নিয়ে যাবে বলে আশাবাদী আয়োজকরা।