মহাকালের দরবারে গৌতম গম্ভীর! ভস্মারতিতে অংশ নিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর আজ ভোরে উজ্জয়িনীর বিশ্ববিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে মহাদেবের চরণে মাথা নত করলেন। ব্রহ্মমুহূর্তে মহাকাল মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ ‘ভস্মারতি’তে অংশ নেন তিনি। দীর্ঘক্ষণ মন্দিরে বসে শিবের আরাধনা করতে দেখা যায় তাঁকে। আসন্ন সিরিজগুলোতে ভারতীয় দলের সাফল্যের প্রার্থনা করতেই গম্ভীরের এই সফর বলে মনে করা হচ্ছে।

মহাকাল দর্শনের পর গম্ভীর সোজা পৌঁছে যান আগর মালওয়ার নলখেড়ায় অবস্থিত জাগ্রত মা বগলামুখী মন্দিরে। সেখানে গিয়ে শাস্ত্র মেনে বিধিবৎ পুজো ও যজ্ঞ করেন তিনি। মন্দিরের পুরোহিতদের সান্নিধ্যে দেশ ও দশের মঙ্গল কামনায় ব্রতী হন ভারতের এই প্রাক্তন বিশ্বকাপ জয়ী তারকা। গম্ভীরের এই সফরকে কেন্দ্র করে মন্দির চত্বরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বগলামুখী মন্দির কমিটির পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মান জানানো হয়।