১.৫৩ কোটির মোরগ! মারণ লড়াইয়ে বাজিমাত করে মালিককে কোটিপতি বানালো ‘লড়াকু’ পাখি

সংক্রান্তির সকালে কার্যত আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পেলেন রাজামুন্দ্রি রমেশ। গত ৬ মাস ধরে নিজের মোরগটিকে সন্তানের মতো আগলে রেখেছিলেন তিনি। খাইয়েছিলেন দামী মেওয়া ও ফল। সেই যত্নের ফল হাতেনাতে পেলেন রমেশ। অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার তাডেপল্লিগুদেম শহরে আয়োজিত একটি মোরগ লড়াইয়ে তাঁর মোরগটি জয়ী হতেই রমেশের পকেটে এল অবিশ্বাস্য ১ কোটি ৫৩ লক্ষ টাকা।
আইন বুড়ো আঙুল দেখিয়ে জুয়ার আসর: ভারতে মোরগের লড়াই এবং একে কেন্দ্র করে জুয়া খেলা আইনত নিষিদ্ধ। কিন্তু অন্ধ্রপ্রদেশের এই ঐতিহ্যবাহী উৎসবে আইনের তোয়াক্কা না করেই বসেছিল কোটি কোটি টাকার বেটিং। যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি এবং সমাজের উচ্চপদস্থ ব্যক্তিদেরও দেখা মিলেছে। আয়োজকরা একে ‘পরম্পরা’ বলে দাবি করলেও আড়ালে চলে মরণপণ জুয়া।
রক্তক্ষয়ী সংগ্রাম ও মৃত্যু: এই লড়াইয়ের নিয়ম অত্যন্ত নিষ্ঠুর। মোরগ দুটির পায়ে বেঁধে দেওয়া হয় ছোট কিন্তু অত্যন্ত ধারালো ছুরি। ঘেরাটোপের মধ্যে লড়াই চলতে চলতে একটি মোরগ যখন রক্তাক্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখনই অন্যটিকে জয়ী ঘোষণা করা হয়। এই রক্তক্ষয়ী মারণ খেলায় জয়ী হয়েই রমেশের ভাগ্য বদলে দিল তাঁর পোষা মোরগ। যদিও এই বিপুল অর্থ প্রাপ্তি নিয়ে সরব হয়েছেন প্রাণী অধিকার রক্ষা কর্মীরা।