নতুন বছরেই বড় ধামাকা! রিজার্ভ ব্যাঙ্কে মাধ্যমিক পাশে ৫৭২ কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ

নতুন বছরের শুরুতেই চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটিয়ে বড় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। ব্যাঙ্কিং সেক্টরে ক্যারিয়ার গড়ার স্বপ্ন যাঁদের, তাঁদের জন্য এটি একটি বিরাট সুযোগ। আরবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন শাখায় ‘অফিস অ্যাটেনডেন্ট’ পদে মোট ৫৭২ জন কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদের বিবরণ ও কলকাতা কানেকশন: মোট ৫৭২টি শূন্যপদের মধ্যে বাংলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর হলো, শুধুমাত্র কলকাতার জন্যই রয়েছে ৯০টি পদ। এছাড়া কানপুর ও লখনউতে ১২৫টি, গুয়াহাটিতে ৫২টি, পাটনায় ৩৭টি এবং হায়দ্রাবাদ ও ভুবনেশ্বরে ৩৬টি করে শূন্যপদ রয়েছে। অন্যান্য শহর মিলিয়ে মোট ৫৭২টি পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।
যোগ্যতা ও বয়স: এই পদের জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। তবে শর্ত থাকে যে, আবেদনকারীকে ১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে মাধ্যমিক পাশ করতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
বেতন ও আবেদন ফি: নির্বাচিত প্রার্থীরা শুরুতে প্রতি মাসে ২৪,২৫০ টাকা বেতন পাবেন, যা অভিজ্ঞতার ভিত্তিতে ৫৩,৫৫০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন ফি ৪৫০ টাকা এবং বাকিদের জন্য মাত্র ৫০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের সরাসরি রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট (www.rbi.org.in)-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করে সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে এবং নির্দিষ্ট ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।