বিচারপতির ঘরে কাড়ি কাড়ি টাকা! তদন্ত রুখতে সুপ্রিম কোর্টে গিয়েও ধাক্কা খেলেন যশবন্ত বর্মা

দুর্নীতির অভিযোগে বিদ্ধ এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার শেষ রক্ষাও হলো না। নিজের বিরুদ্ধে গঠিত সংসদীয় তদন্ত কমিটির বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু আজ বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এসসি শর্মার ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। ফলে তাঁর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে এখন আর কোনো আইনি বাধা রইল না।

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের আগস্ট মাসে, যখন বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনার পরই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে পদ থেকে সরানোর (Impeachment) প্রক্রিয়া শুরু হয়। লোকসভার স্পিকার ওম বিড়লা এই অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি সংসদীয় প্যানেল গঠন করেন। এই প্যানেলে রয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি মনিন্দর মোহন এবং বর্ষীয়ান আইনজীবী বি ভি আচার্য।

বিচারপতি বর্মা দাবি করেছিলেন, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তাঁকে অপসারণের প্রস্তাব খারিজ করে দেওয়ার পর এই কমিটির কোনো বৈধতা নেই। তবে সুপ্রিম কোর্ট তাঁর এই যুক্তি মানতে অস্বীকার করেছে। ৮ জানুয়ারি ২০২৬ তারিখে এই মামলার রায় সংরক্ষিত রাখার পর, আজ শীর্ষ আদালত জানিয়ে দিল যে সংসদীয় কমিটির তদন্ত চলবে। বিপুল নগদ উদ্ধারের ঘটনায় এখন কোণঠাসা অভিযুক্ত বিচারপতি। সংসদীয় কমিটির রিপোর্ট সন্তোষজনক না হলে তাঁর ভবিষ্যৎ যে অন্ধকারের দিকে, তা বলাই বাহুল্য