বাজেটের আগেই বড় ধাক্কা! হু হু করে বাড়ছে স্মার্টফোন-ল্যাপটপের দাম, পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট ১লা ফেব্রুয়ারি পেশ হতে চলেছে। সাধারণ মানুষ আশা করেছিলেন বাজেটে হয়তো স্মার্টফোন, টিভি বা ল্যাপটপের মতো ইলেকট্রনিক পণ্যের দাম কমবে। কিন্তু শিল্প বিশেষজ্ঞদের দাবি ঠিক উল্টো। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং উচ্চ-ক্ষমতা সম্পন্ন কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদার জেরে মেমোরি চিপের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। যার সরাসরি প্রভাব পড়ছে গ্যাজেট বাজারের ওপর।

বাজার বিশেষজ্ঞদের অনুমান, আগামী দুই মাসের মধ্যে স্মার্টফোন ও ল্যাপটপের দাম আরও ৪-৮% বৃদ্ধি পেতে পারে। উল্লেখ্য, গত নভেম্বর-ডিসেম্বরেই এই দাম প্রায় ২১% বৃদ্ধি পেয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের মতে, মেমোরি বাজার এখন “হাইপার-বুল” পর্যায়ে রয়েছে। গত ত্রৈমাসিকে চিপের দাম ৫০% বেড়েছিল, আর চলতি ত্রৈমাসিকে আরও ৪০-৫০% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই ভিভো এবং নাথিং-এর মতো ব্র্যান্ডগুলি নির্দিষ্ট মডেলের দাম ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, স্যামসাংয়ের মতো বড় সংস্থাগুলি সরাসরি দাম না বাড়িয়েও গ্রাহকদের দেওয়া ক্যাশব্যাক এবং ছাড়ের পরিমাণ কমিয়ে দিয়েছে। ফলে পরোক্ষভাবে পকেট থেকে বাড়তি টাকা খসছে সাধারণ মানুষের। এপ্রিল-জুন মাসের মধ্যে চিপের দাম আরও ২০% বাড়ার পূর্বাভাস রয়েছে, যা চলতি বছরে ইলেকট্রনিক্স বাজারকে আরও অস্থির করে তুলতে পারে।