টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: ভারতে খেলতে আসায় সাফ ‘না’ বাংলাদেশের! বিপাকে আইসিসি, বড় ক্ষতির মুখে ভারত? ২

ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক এই মুহূর্তে এক নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দোরগোড়ায়, কিন্তু বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (BCB) অবস্থান এখনও অনড়—তারা ভারতে খেলতে আসবে না। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং রাজনৈতিক উত্তাপের জেরে নিরাপত্তার দোহাই দিয়ে বিসিবি বারবার অনুরোধ করছে যাতে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। যদিও আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সূচি চূড়ান্ত এবং ভারত থেকে ম্যাচ সরানো লজিস্টিকভাবে অসম্ভব।
ক্ষতি আসলে কার? যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে খেলতে না আসে, তবে ক্রিকেটীয় তর্কে প্রশ্ন উঠছে—ক্ষতি কার বেশি? বিশ্লেষকদের মতে, সরাসরি আর্থিক দিক থেকে বাংলাদেশ খুব একটা ক্ষতির সম্মুখীন হবে না। কারণ এটি আইসিসি আয়োজিত মেগা টুর্নামেন্ট, তাই অংশগ্রহণের অর্থ বা পুরস্কারমূল্য তারা নিয়মমাফিক পাবে। কিন্তু বিপুল ক্ষতির মুখে পড়বে ভারত এবং আইসিসি। ইডেন গার্ডেন্সের মতো ভ্যেনুতে বাংলাদেশের তিনটি ম্যাচ নির্ধারিত ছিল। ম্যাচ না হলে টিকিট বিক্রি বাবদ কোটি কোটি টাকার রাজস্ব হারাবে বিসিসিআই। পাশাপাশি স্থানীয় স্পন্সরদের হাত গুটিয়ে নেওয়া এবং অতিরিক্ত লজিস্টিক খরচের ধাক্কা সামলাতে হিমশিম খাবে আইসিসি।
তবে বাংলাদেশের জন্য ঝুঁকিও কম নয়। আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, ভারত সফরে রাজি না হলে তাদের পয়েন্ট কেটে নেওয়া হতে পারে, যা ১৯৯৬ ও ২০০৩ বিশ্বকাপের তিক্ত স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে জয় শাহ-র নেতৃত্বাধীন আইসিসি বোর্ড এবং বিসিবির মধ্যে এই দড়ি টানাটানি কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার।