আকাশ ছোঁয়ার স্বপ্নপূরণ! প্রথমবার বিমানে চড়ে মা-বাবার সেই হাসি, চোখে জল আনবে আপনারও

এক সময় আকাশে এরোপ্লেন ওড়া দেখতে বাড়ির ছাদ বা উঠোনে ভিড় জমাতেন সাধারণ মানুষ। বিমানে চড়া তো ছিল বিলাসিতার নামান্তর। কিন্তু সময় বদলেছে, বদলেছে মধ্যবিত্তের স্বপ্নও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যা প্রমাণ করে দিল— নিজের উপার্জনে মা-বাবার স্বপ্ন পূরণ করার চেয়ে বড় কোনো সাফল্য হয় না।

ভিডিওর মূল দৃশ্য: ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন যুবক তাঁর বৃদ্ধ মা-বাবাকে প্রথমবার বিমানে চড়াতে নিয়ে গিয়েছেন। রানওয়েতে দাঁড়িয়ে থাকা ইন্ডিগো বিমানের সামনে মা-বাবার সঙ্গে দাঁড়িয়ে ভিডিওটি শুরু হয়। বিমানের ভেতর ঢোকার সময় তাঁদের মুখে যে নির্মল আনন্দ এবং বিস্ময় ফুটে উঠেছে, তা দেখে নেটিজেনদের মন ভরে গিয়েছে। ছেলের হাত ধরে বিমানে ওঠার সেই মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগপ্রবণ।

নেটপাড়ার প্রতিক্রিয়া: ‘vishh.mms’ নামক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যে ২ লক্ষ ৩৬ হাজারেরও বেশি ভিউ পেয়েছে। হাজার হাজার মানুষ লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন এই পোস্টটি। জনৈক ইউজার লিখেছেন, “সাফল্য দেখতে ঠিক এমনই হয়।” অন্য একজন মন্তব্য করেছেন, “প্রতিটি মধ্যবিত্ত সন্তানের স্বপ্ন এটাই।” ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরা এই ভিডিওটি এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।