মধ্যবিত্তের মাথায় হাত! ১০ জানুয়ারি একলাফে অনেকটা বাড়ল সোনার দাম, কলকাতায় কত?

সপ্তাহের শেষেই বড়সড় ধাক্কা খেলেন সোনা ক্রেতারা। নতুন বছরের শুরু থেকেই সোনার দামে অস্থিরতা বজায় থাকলেও, ১০ জানুয়ারি ২০২৬ তারিখে হলুদ ধাতুর দাম একলাফে অনেকটা বেড়ে গেল। বিশেষ করে কলকাতা-সহ দেশের বড় শহরগুলোতে ১৮, ২২ এবং ২৪ ক্যারেট—তিনটি বিভাগেই দামের পারদ ঊর্ধ্বমুখী।
কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১২৮,৭৫০ টাকা, যা গতকালের তুলনায় ১,০৫০ টাকা বেশি। অন্যদিকে, ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার ১০ গ্রামের দাম ১,১৫০ টাকা বেড়ে হয়েছে ১৪০,৪৬০ টাকা। গয়নার সোনা বা ১৮ ক্যারেট সোনার দামও গ্রাম প্রতি ৮৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১০,৫৩৪ টাকায়।
দিল্লি এবং জয়পুরে সোনার দাম কলকাতার তুলনায় সামান্য বেশি। এই দুই শহরে ২৪ ক্যারেট সোনার দাম আজ ১৪০,৬১০ টাকা। চেন্নাইতে ২২ ক্যারেট সোনার দাম সবচেয়ে বেশি, যেখানে ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ১২৯,০০০ টাকায়। বিশ্ব বাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারে চাহিদা বৃদ্ধির জেরেই এই মূল্যবৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিয়ের মরশুমের মুখে সোনার এমন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।