পোস্ট অফিসেই মিলবে ১৫ থেকে ৩০ হাজারের চাকরি! গ্রামীণ মহিলাদের জন্য মোদী সরকারের বাম্পার ঘোষণা

কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ মধ্যপ্রদেশের বদরবাসে একটি নবনির্মিত আধুনিক উপ-ডাকঘরের উদ্বোধন করলেন। ঐতিহাসিক মন্দিরের গলিতে অবস্থিত এই পুরনো ডাকঘরটি এখন সম্পূর্ণ আধুনিক রূপ পেয়েছে। সিন্ধিয়া জানান, ২০০৯ সাল থেকে শুরু হওয়া ডাক আধুনিকীকরণ অভিযানের অধীনে ওই অঞ্চলের ৫০টি পোস্ট অফিসের ভোলবদল ইতিমধ্য়েই সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিন্ধিয়া বলেন, “ডাকপিওন কেবল চিঠি আনে না, সে ঘর থেকে মন এবং সীমান্ত থেকে বাড়ির আবেগ বয়ে নিয়ে আসে।” সানি দেওলের জনপ্রিয় সিনেমার প্রসঙ্গ টেনে তিনি রসিকতা করে বলেন, আগে বলা হতো ‘চিঠি আই হ্যায়’, কিন্তু আজকের ডাকপিওন চিঠির সঙ্গে আস্ত একটা ব্যাঙ্ক পকেটে নিয়ে ঘোরে। পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক, বিমা এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা এখন গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হয়ে উঠেছে।

এদিন মন্ত্রী আরও দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) সম্পর্কে তথ্য দেন। প্রথমটি হলো সারের রিয়েল-টাইম মনিটরিং, যা কৃষকদের সময়মতো সার পেতে সাহায্য করবে। দ্বিতীয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ—গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়ন। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের মাধ্যমে গ্রামের মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে তাঁরা গ্রামে গ্রামে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কাজ করবেন এবং মাসে ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। সিন্ধিয়ার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের ডাক বিভাগ শীঘ্রই বিশ্বের সেরা পরিষেবা প্রদানকারী হিসেবে প্রথম স্থান দখল করবে।