“শাহজাহান যা করেছিল, মমতাও তাই করেছেন!” আইপ্যাক কাণ্ডে চরম বিস্ফোরণ শুভেন্দুর

আইপ্যাক (I-PAC) দফতরে ইডি অভিযানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপকে কেন্দ্র করে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। শুক্রবার বিধানসভার বাইরে এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইডির কাজে বাধা দেওয়ার ঘটনাকে ‘ফৌজদারি অপরাধ’ হিসেবে চিহ্নিত করে তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেন। শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য, “শাহজাহান যা করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই করেছেন। শাহজাহানকে গুন্ডা বললে, বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা ‘গুন্ডি’ বলতেই পারি।”

এদিন কেবল রাজনৈতিক আক্রমণ নয়, আইপ্যাকের বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের নথিও প্রকাশ্যে আনেন শুভেন্দু। তাঁর দাবি, জল জীবন মিশনের দুর্নীতির টাকা সরাসরি আইপ্যাকের অ্যাকাউন্টে গিয়েছে। তিনি অভিযোগ করেন, ২০২১ সালে জেপি কনস্ট্রাকশন নামক এক ঠিকাদার সংস্থা পিএইচই থেকে ১৭৮ কোটি টাকার বরাত পায় এবং তারা ১৬ কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। শুভেন্দুর কটাক্ষ, “এই তথ্য ইডির হাতে চলে আসার ভয়েই মুখ্যমন্ত্রী কাল তড়িঘড়ি ছুটে গিয়েছিলেন।”

কলকাতা হাইকোর্টে ইডির মামলার প্রসঙ্গ টেনে তিনি জানান, কেন্দ্রীয় সংস্থা সঠিক পথেই এগোচ্ছে। ইডির পিটিশনে মুখ্যমন্ত্রীকে ‘১ নম্বর বিবাদী’ করা হয়েছে এবং পুরো ঘটনার সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের ‘বিনাশ কালে বুদ্ধি নাশ’ মন্তব্যকে সমর্থন করে শুভেন্দু বলেন, পুলিশ ও প্রশাসনের সহায়তায় মুখ্যমন্ত্রী যে ‘সংবিধান বিরোধী’ কাজ করেছেন, তার বিচার এরাজ্যের মানুষ চায়।