“আমাকে বিধবা হওয়া থেকে বাঁচান!” অভিষেকের সভায় মহিলার কান্নায় চাঞ্চল্য, তারপরই তৃণমূল নেতার আত্মসমর্পণ

বৃহস্পতিবার মালদহের হরিশ্চন্দ্রপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার মঞ্চে এক নজিরবিহীন দৃশ্য দেখা গেল। সভার মাঝেই কাঁদতে কাঁদতে মঞ্চের কাছে পৌঁছে যান তৌহিদা রহমান নামে এক মহিলা। তিনি অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল নেতা আনারুল আলম ও তাঁর দলবল তাঁর স্বামী হেফজুর রহমানকে (মাদ্রাসার টিআইসি) ঘরে আটকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেছে। খামবন্দি অভিযোগপত্র অভিষেকের হাতে দিয়ে তিনি আবেদন করেন, “আমাকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান।”

আশ্চর্যের বিষয় হলো, এতদিন পুলিশ সক্রিয় না হলেও অভিষেকের কাছে নালিশ পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত নেতা আনারুল আলম থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তৃণমূলের দাবি, দলের ভাবমূর্তি রক্ষার্থেই এই সিদ্ধান্ত। অন্যদিকে, বিজেপি একে ‘মুখ বাঁচাতে সাজানো নাটক’ বলে কটাক্ষ করেছে। স্থানীয় তৃণমূল মন্ত্রী তাজমুল হোসেন এই বিষয়ে কিছুই জানেন না বলে এড়িয়ে গেলেও, এই ঘটনায় জেলা রাজনীতিতে অস্বস্তি বেড়েছে শাসক শিবিরের।