লালু পরিবার যেন এক ‘ক্রিমিনাল সিন্ডিকেট’! জমি দুর্নীতি মামলায় চার্জ গঠনের নির্দেশ দিল্লির আদালতের

রেলে চাকরির বদলে জমি কেলেঙ্কারি মামলায় শুক্রবার এক ঐতিহাসিক রায় দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বিশেষ বিচারক বিশাল গগনে পর্যবেক্ষণে জানান, লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবার একটি ‘ক্রিমিনাল সিন্ডিকেট’-এর মতো কাজ করত এবং তাঁদের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের যথেষ্ট প্রমাণ রয়েছে। আদালত লালুপ্রসাদ, রাবড়ি দেবী, তেজস্বী যাদব এবং মিসা ভারতী-সহ অন্যান্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে।

সিবিআই-এর অভিযোগ অনুযায়ী, ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে রেলমন্ত্রী থাকাকালীন লালুপ্রসাদ গ্রুপ-ডি পদে চাকরির বিনিময়ে নিজের পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জমি লিখিয়ে নিয়েছিলেন। তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই মামলায় মোট ১০৩ জন অভিযুক্ত রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিপূর্বেই লালুপ্রসাদের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছিল। দীর্ঘ টালবাহানার পর এদিন আদালত চার্জ গঠন নিশ্চিত করায় যাদব পরিবারের ওপর আইনি চাপ বহুগুণ বৃদ্ধি পেল।