সদর দফতরে ইডির ‘ইন্সিডেন্ট রিপোর্ট’! সবিস্তারে উল্লেখ মমতা ও পুলিশের ভূমিকার
January 9, 2026

আই-প্যাক অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে দিল্লির সদর দফতরে রিপোর্ট জমা দিলেন ইডি আধিকারিকরা। তল্লাশিতে নেতৃত্ব দেওয়া দুই আধিকারিক গতকাল রাতেই পৃথকভাবে ইমেলের মাধ্যমে এই ‘ইন্সিডেন্ট রিপোর্ট’ পাঠিয়েছেন।
সূত্রের খবর, ওই রিপোর্টে তল্লাশি শুরুর সময়, আধিকারিকদের পরিচয় প্রদান এবং কাদের সঙ্গে কথা বলা হয়েছিল— তার বিস্তারিত বিবরণ রয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রিপোর্টে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে পৌঁছে যাওয়া এবং পুলিশের ভূমিকা নিয়ে বিশদভাবে উল্লেখ করা হয়েছে। যেহেতু কলকাতা হাইকোর্টে বিষয়টি এখন বিচারাধীন, তাই এই রিপোর্টটি ইডির পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সদর দফতর পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।