১২ দফা দাবি নিয়ে হাইকোর্টে ইডি! আই-প্যাক কাণ্ডে সিবিআই তদন্তের জোরালো আবেদন

আই-প্যাক (I-PAC) দফতর এবং প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে খোদ মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তাদের বাধা দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দায়ের করা এই মামলায় মোট ১২ দফা আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

ইডির প্রধান দাবিগুলি হলো:

সিবিআই তদন্ত: মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে তল্লাশিতে বাধা দেওয়ায় নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই-এর হাতে দায়িত্ব দিতে হবে।

সিসিটিভি ফুটেজ: বৃহস্পতিবারের ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে আদালতে পেশ করার নির্দেশ দিতে হবে।

নথি উদ্ধার: ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া সমস্ত ডিজিটাল ও কাগুজে নথি অবিলম্বে ফেরত দিতে হবে এবং সেগুলি সিল করতে হবে।

রক্ষাকবচ: কলকাতা পুলিশ ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করায়, সংশ্লিষ্ট আধিকারিকদের আইনি রক্ষাকবচ দিতে হবে।

আজ দুপুর ২টো ৩০ মিনিটে তৃণমূলের দায়ের করা মামলার সাথেই এই মামলার শুনানি হওয়ার কথা। রাজ্য বনাম কেন্দ্র— এই আইনি লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।