“পরিযায়ী শ্রমিকদের জন্য কান্না কোথায়?” আই-প্যাক ইস্যুতে তৃণমূলের দিল্লি অভিযানকে তোপ অধীরের

কলকাতায় আই-প্যাক (I-PAC) অফিসে ইডির তল্লাশির প্রতিবাদে দিল্লিতে তৃণমূল সাংসদদের বিক্ষোভকে ‘সুবিধাবাদী রাজনীতি’ বলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর প্রশ্ন তোলেন তৃণমূলের প্রতিবাদের ধরন ও সময় নিয়ে। তাঁর দাবি, তৃণমূল কেবল তখনই রাস্তায় নামে যখন তাদের দলের বা নেতাদের গায়ে আঁচ লাগে।

অধীর চৌধুরী বলেন, “বাংলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক ভারতের বিভিন্ন প্রান্তে কাজ করতে যান। তাঁদের যখন ‘বাংলাদেশি’ বলে আক্রমণ করা হয় বা মারধর করা হয়, তখন তৃণমূলকে পার্লামেন্টের ভেতরে বা বাইরে কোনো প্রতিবাদ করতে দেখা যায় না। কিন্তু এখন যখন ইডি তাঁদের নির্বাচনী কৌশলী বা দুর্নীতির নথিতে হাত দিয়েছে, তখন তারা দিল্লির রাস্তায় নাটক করছে।” অধীরের মতে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে জনগণের সহানুভূতি পেতেই তৃণমূল এই প্রতিবাদের পথ বেছে নিয়েছে। এই নীরবতা ও সরব হওয়ার দ্বিচারিতা আসলে রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছুই নয়।