“প্রতীকের ফোন ছিনতাই মমতার, ED-কে ধমক ডিজিপি রাজীবের”-বলছে সূত্র

আইপ্যাক (I-PAC) অফিসে ইডি-র তল্লাশি ঘিরে শুক্রবার দিনভর যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে এবার যোগ হলো আরও এক বিস্ফোরক তথ্য। সূত্রের দাবি, তল্লাশি চলাকালীন আইপ্যাক প্রধান প্রতীক জৈনের মোবাইল ফোন স্বয়ং কেড়ে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
ফোন নিয়ে নজিরবিহীন কাণ্ড!
তদন্তকারী সংস্থা সূত্রের দাবি অনুযায়ী, ইডি আধিকারিকরা যখন প্রতীক জৈনের মোবাইল ফোনটি পরীক্ষার জন্য নিতে যান, তখন খোদ মুখ্যমন্ত্রী তাতে বাধা দেন এবং ফোনটি নিজের কবজায় নিয়ে নেন। একটি কেন্দ্রীয় সংস্থার তল্লাশি প্রক্রিয়ার মাঝখানে দাঁড়িয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের এমন আচরণে কার্যত স্তম্ভিত দুঁদে আধিকারিকরাও।
ইডি-কে হুমকির মুখে পড়তে হলো ডিজিপি-র?
শুধু মুখ্যমন্ত্রীই নন, এই ঘটনায় রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিজিপি-র (DGP) ভূমিকা নিয়েও উঠেছে গুরুতর অভিযোগ। সূত্রের খবর:
তল্লাশি চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খোদ ডিজিপি।
অভিযোগ উঠেছে, তিনি সেখানে থাকা ইডি-র তিন আধিকারিককে সরাসরি হুমকি দেন।
এমনকি ‘পঞ্চনামা’ বা বাজেয়াপ্ত নথির তালিকায় কোনো কিছুই যাতে না লেখা হয়, সেই মর্মেও তিনি চাপ সৃষ্টি করেন বলে দাবি করা হয়েছে। কোনো সামগ্রী উদ্ধার হলেও তা রেকর্ডে রাখা যাবে না বলে কড়া নির্দেশ দেন তিনি।
তদন্তে বাধার অভিযোগ
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন মুখ্যমন্ত্রীর এভাবে তদন্তের মাঝখানে হস্তক্ষেপ এবং পুলিশের শীর্ষকর্তার তরফে কেন্দ্রীয় সংস্থাকে হুমকি দেওয়ার ঘটনা নজিরবিহীন। ইডি-র পক্ষ থেকে এই পুরো বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর। অন্যদিকে, তৃণমূলের দাবি— রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই নির্বাচনের মুখে নথিপত্র চুরির চেষ্টা করছে বিজেপি।
তথ্যসূত্র: আজতক বাংলা