আই-প্যাক কাণ্ডে ‘সবুজ ফাইল’ রহস্য! ইডির তল্লাশিতে মমতার প্রবেশ নিয়ে তোলপাড় রাজ্য

গত বৃহস্পতিবার সল্টলেকের আই-প্যাক (I-PAC) দফতর এবং প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সশরীরে উপস্থিতি রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি করেছে। তল্লাশি চলাকালীনই মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যান এবং কিছুক্ষণ পর একটি সবুজ ফোল্ডার বুকে আগলে বেরিয়ে আসেন। তাঁর সহযোগীরাও কিছু ফাইল গাড়িতে তোলেন। এই ঘটনা ঘিরেই এখন প্রশ্ন উঠেছে— ওই ফাইলে আসলে কী ছিল?
তৃণমূল শিবিরের দাবি, ফাইলে আসন্ন বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকা, সমীক্ষা রিপোর্ট এবং প্রচারের গোপন নকশা ছিল। যা নির্বাচনী কৌশলের অংশ এবং কোনোভাবেই তদন্তের বিষয় হতে পারে না। অন্যদিকে, বিরোধী শিবিরের অভিযোগ, দুর্নীতি ঢাকতেই তড়িঘড়ি গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী। ইডি ইতিমধ্যে তল্লাশিতে বাধা দেওয়া ও নথি সরানোর অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। পাল্টা কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ‘নথি চুরির’ চেষ্টা ও হেনস্থার অভিযোগে মামলা করেছেন মুখ্যমন্ত্রীও। নির্বাচনের আগে এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।