শিকারপুরে বন্য শুয়োরের তাণ্ডব! চা বাগানে কাজ করতে গিয়ে মৃত্যু শ্রমিকের, এলাকায় চরম আতঙ্ক

পেটের তাগিদে চা বাগানে কাজ করতে যাওয়াই কাল হলো ৫২ বছর বয়সী চা শ্রমিক রাতিয়া ওরাওঁ-এর। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের গৌরিকন সংলগ্ন চা বাগানে একদল বন্য শুয়োরের অতর্কিত হামলায় প্রাণ হারান তিনি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোহন মাঝি ও বাবলু ওরাওঁ নামে আরও দুই শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল থেকে হঠাৎ বেরিয়ে আসা একদল বন্য শুয়োর তিন শ্রমিকের ওপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করে প্রথমে বেলাকোবা গ্রামীণ হাসপাতাল ও পরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার রাতেই রাতিয়া ওরাওঁ মৃত্যুর কোলে ঢলে পড়েন। শুক্রবার তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে।

ঘটনার পর থেকেই ফুলাতিপাড়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৈকুণ্ঠপুর বন বিভাগের রেঞ্জার রাজকুমার পাল জানিয়েছেন, বন দফতরের একটি দল এলাকা মোতায়েন করা হয়েছে এবং বন্য শুয়োরদের খোঁজে তল্লাশি চলছে। মৃত ও আহতদের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে জঙ্গল লাগোয়া চা বাগানগুলিতে নিরাপত্তা বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা।