দিল্লিতে ধুন্ধুমার! অমিত শাহের দফতরের সামনে তৃণমূল সাংসদদের টেনেহিঁচড়ে সরাল পুলিশ

কলকাতায় আই-প্যাক (I-PAC) অফিসে ইডির তল্লাশিকে কেন্দ্র করে এবার রণক্ষেত্রের চেহারা নিল রাজধানী দিল্লি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের সামনে শুক্রবার বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। ইডির এই অভিযানকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে ধরনায় বসেন মহুয়া মৈত্র, ডেরেক ও’ব্রায়েনসহ শীর্ষ নেতৃত্ব। পরিস্থিতি সামলাতে পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করলে শুরু হয় চরম উত্তেজনা।
তৃণমূলের অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো সত্ত্বেও পুলিশ তাঁদের ওপর চড়াও হয়েছে। মহিলা সাংসদদেরও অত্যন্ত অসম্মানজনকভাবে টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে বলে সরব হয়েছে জোড়াফুল শিবির। মহুয়া মৈত্র হুঙ্কার দিয়ে বলেন, “কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলের মুখ বন্ধ করা যাবে না।” অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রকের মতো সংবেদনশীল এলাকায় বিক্ষোভের নামে ‘গুন্ডামি’ করেছে তৃণমূল। লোকসভা ভোটের আগে আই-প্যাক কাণ্ড যে দিল্লি থেকে কলকাতা—উভয় রাজনীতিকেই উত্তপ্ত করে তুলল, তা বলাই বাহুল্য।