পথ দুর্ঘটনায় ছিন্নভিন্ন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ের গাড়ি! ইন্দোরে মৃত বালা বচ্চনের কন্যা-সহ ৩
January 9, 2026

মধ্যপ্রদেশের ইন্দোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের মেয়ে প্রেরণা বচ্চন। শুক্রবার ভোরে তেজাজি নগরের বাইপাস রোডে একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় প্রেরণাসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। মৃত বাকি দুজন হলেন প্রখর কাসলিওয়াল ও মান সান্ধু।
পুলিশ সূত্রে খবর, গত রাতে প্রখরের জন্মদিন ছিল। পার্টি সেরে রালামণ্ডল থেকে বিজয়নগরে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। অনুষ্কা শেট্টি নামে এক মহিলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক চম্পট দিলেও সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করেছে পুলিশ। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ বাইপাস রোডে যান চলাচল ব্যাহত হয়।