নতুন বছরেও বাড়ল না বেতন! অষ্টম বেতন কমিশন নিয়ে কেন আরও অপেক্ষা করতে হবে সরকারি কর্মীদের?

২০২৬ সালের শুরুতেই সরকারি কর্মীদের পকেটে বাড়তি টাকা ঢোকার কথা থাকলেও বাস্তবে তা ঘটেনি। সাধারণত প্রতি ১০ বছর অন্তর নতুন বেতন কমিশন কার্যকর হয়। সেই অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা ছিল। তবে এখনও পর্যন্ত কমিশনের সুপারিশ বা রিপোর্ট সরকারের কাছে জমা না পড়ায় বেতন কাঠামোয় কোনো পরিবর্তন আসেনি।

অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সভাপতিত্বে ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠিত হয়েছে। তবে রিপোর্ট জমা ও সরকারি অনুমোদনের প্রক্রিয়া বাকি থাকায় এই বিলম্ব। আশার কথা হলো, নতুন বেতন কাঠামো যখনই কার্যকর হোক না কেন, কর্মীরা ১ জানুয়ারি ২০২৬ থেকেই বকেয়া বা এরিয়ার (Arrears) পাবেন। বিশেষজ্ঞদের মতে, এবার ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ৫০,০০০ টাকা হতে পারে, যা সরকারি কর্মীদের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনবে।