মেয়ের বাড়ি যাওয়ার পথে চিরবিদায়! নবদ্বীপে চলন্ত ট্রেন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের

নদিয়ার নবদ্বীপ ধাম স্টেশনে ঘটে গেল এক অত্যন্ত হৃদয়বিদারক রেল দুর্ঘটনা। সোমবার সকালে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ৫৫ বছর বয়সি এক বৃদ্ধের। মৃত ব্যক্তির নাম শ্যামল মণ্ডল, তিনি নবদ্বীপের কানাইগড় বটতলা এলাকার বাসিন্দা ছিলেন। বড় মেয়ের বাড়িতে যাওয়ার পথে এই আকস্মিক বিপর্যয় তছনছ করে দিল একটি সাজানো পরিবারকে।
ঘটনা সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ছোট মেয়ে বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে নিয়ে নবদ্বীপ ধাম স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন শ্যামলবাবু। উদ্দেশ্য ছিল বেলের হল্টে বড় মেয়ের বাড়িতে যাওয়া। কিন্তু ট্রেনটি স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের অনুমান, ভিড়ের চাপে বা অসাবধানতাবশত গেটের কাছ থেকে তিনি রেললাইনে ছিটকে পড়েন। বাবার পড়ে যাওয়া দেখে কান্নায় ভেঙে পড়েন ছোট মেয়ে। তিনি দ্রুত পরের স্টেশনে নেমে কর্তব্যরত রেল পুলিশকে (GRP) সব জানান।
খবর পাওয়া মাত্রই নবদ্বীপ জিআরপি এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় শ্যামল মণ্ডলকে উদ্ধার করেন। তাঁকে তড়িঘড়ি নবদ্বীপ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি; চিকিৎসাধীন থাকাকালীনই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। নবদ্বীপ ধাম স্টেশনটি পূর্ব রেলের অন্যতম ব্যস্ত স্টেশন হওয়ায় এখানে সর্বদা যাত্রীদের ভিড় থাকে। এই দুর্ঘটনার পর রেলের নিরাপত্তা ও যাত্রীদের সচেতনতা নিয়ে ফের প্রশ্ন উঠছে। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।