জানুয়ারিতেই বাম্পার ধামাকা! টানা ৫ দিন ও ৪ দিন ছুটির সুযোগ, ব্যাগ গুছিয়ে নিন এখনই!

নতুন বছরের শুরুতেই পর্যটনপ্রেমী এবং সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত সুখবর। ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, জানুয়ারি মাসে দু-দুবার লম্বা ছুটির সুযোগ আসতে চলেছে। রাজ্য সরকারের ছুটির তালিকা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, জানুয়ারির মাঝামাঝি এবং শেষের দিকে টানা বেশ কয়েকদিন স্কুল, কলেজ ও অফিস বন্ধ থাকবে। ফলে সপরিবারে দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করার জন্য এটিই সেরা সময়।
জানুয়ারি মাসের প্রথম লম্বা ছুটির স্পেলটি শুরু হচ্ছে ১০ তারিখ থেকে। ক্যালেন্ডার অনুযায়ী:
১০ই জানুয়ারি: শনিবার (সাপ্তাহিক ছুটি)
১১ই জানুয়ারি: রবিবার (সাপ্তাহিক ছুটি)
১২ই জানুয়ারি: সোমবার (স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী)
১৪ই জানুয়ারি: বুধবার (মকর সংক্রান্তি/পৌষ সংক্রান্তি)
এখানে লক্ষণীয় বিষয় হলো, যদি কোনো কর্মী মঙ্গলবার অর্থাৎ ১৩ই জানুয়ারি একটি ব্যক্তিগত ছুটি (Casual Leave) ম্যানেজ করে নিতে পারেন, তবে টানা ৫ দিনের এক বিশাল অবকাশ উপভোগ করতে পারবেন।
এরপর মাসের শেষেও থাকছে উৎসব ও জাতীয় ছুটির ডবল ধামাকা। ২৩শে জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত টানা ৪ দিন ছুটি নিশ্চিত।
২৩শে জানুয়ারি: শুক্রবার (নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এবং সরস্বতী পুজো)
২৪শে জানুয়ারি: শনিবার (সাপ্তাহিক ছুটি)
২৫শে জানুয়ারি: রবিবার (সাপ্তাহিক ছুটি)
২৬শে জানুয়ারি: সোমবার (প্রজাতন্ত্র দিবস)
অর্থাৎ, মাসের শেষে কোনো বাড়তি ছুটি নেওয়া ছাড়াই টানা চার দিনের ছুটি মিলছে। এই জোড়া সুযোগে বাংলার স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে সরকারি দপ্তরের কর্মীরা অত্যন্ত আনন্দিত। পর্যটন ব্যবসায়ীরাও আশা করছেন, দিঘা, পুরী বা উত্তরবঙ্গের পাহাড়গুলোতে এই সময়ে ভিড় উপচে পড়বে। তাই দেরি না করে এখনই আপনার ছুটির ক্যালেন্ডার মিলিয়ে টিকিট বুক করে ফেলুন।