ইন্দোরে মৃত্যুর মিছিল! ‘পরিচ্ছন্ন’ শহরে দূষিত জলের বিষে মৃত ১৬? তদন্তে কলকাতার বিশেষ দল

টানা তিনবার দেশের সবচেয়ে ‘পরিচ্ছন্ন’ শহরের শিরোপা পাওয়া মধ্যপ্রদেশের ইন্দোর এখন মৃত্যুপুরী। দূষিত পানীয় জলের কারণে ভয়াবহ ডায়রিয়া মহামারীর রূপ নিয়েছে শহরের একাংশে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, রবিবার একদিনেই সাড়ে নয় হাজার মানুষকে পরীক্ষা করে নতুন করে আরও ২০ জন আক্রান্তের হদিস মিলেছে। প্রশাসন এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর কথা স্বীকার করলেও, স্থানীয়দের দাবি সংখ্যাটা ১৬ ছাড়িয়েছে। মৃতদের তালিকায় রয়েছে ৬ মাসের এক শিশুও।

কলকাতা থেকে পৌঁছাল বিশেষজ্ঞ দল: পরিস্থিতি সামাল দিতে এবং সংক্রমণের উৎস খুঁজতে ইন্দোরে তলব করা হয়েছে কলকাতার বিশেষজ্ঞদের। ‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনস’ (NIRBI)-এর একটি বিশেষ দল আইসিএমআর (ICMR)-এর প্রতিনিধি হিসেবে সেখানে পৌঁছেছে। কারিগরি সহায়তা এবং ব্যাকটেরিয়ার ধরণ চিহ্নিত করতে এই দল এখন প্রশাসনের প্রধান ভরসা।

মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ভগীরথপুর: স্বাস্থ্য দফতরের টিম ভগীরথপুর এলাকায় ২ হাজার ৩৫৪টি বাড়িতে সমীক্ষা চালিয়েছে। এখনও পর্যন্ত মোট ৩৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৪২ জন এখনও চিকিৎসাধীন এবং ১১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আইসিইউ-তে রাখা হয়েছে। ইন্দোরের মেয়র যেখানে ১০ জনের মৃত্যুর কথা বলছেন, সেখানে সাধারণ মানুষের ক্ষোভ চরমে। তাঁদের অভিযোগ, এটি কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং প্রশাসনের চরম গাফিলতি এবং নিকাশি ব্যবস্থার ভগ্নদশার কারণে তৈরি হওয়া এক ‘ম্যান-মেড ট্র্যাজেডি’। বছরের পর বছর ধরে পড়ে থাকা ফাইল আর ভাঙা জলের পাইপলাইন আজ সাধারণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে।