“সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার!”-মেলায় যাওয়ার আগে দেখেনিন টাইম টেবিল

আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বিশ্ববিখ্যাত গঙ্গাসাগর মেলা ২০২৬। ‘সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার’— প্রবাদটি সার্থক করতেই প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমান সাগরদ্বীপে। তবে এই যাত্রাপথ আজও বেশ চ্যালেঞ্জিং। পুণ্যার্থীদের যাতায়াত সুগম করতে এবার কোমর বেঁধে নেমেছে রেল ও প্রশাসন। শিয়ালদা ডিভিশন ১২৬টি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে, পাশাপাশি ভেসেল পরিষেবাতেও আনা হয়েছে বড় বদল।

ভেসেল চলাচলের সময়সূচী (লট নং ৮ থেকে কচুবেড়িয়া):

কাকদ্বীপ স্টেশনে নেমে অটো বা টোটো করে লট নং ৮ ঘাটে পৌঁছাতে হবে। সেখান থেকেই ভেসেল বা ভুটভুটি পাওয়া যাবে। ৫ জানুয়ারি ২০২৬-এর আপডেট অনুযায়ী ভেসেল ছাড়ার সময়গুলি হলো:

সকাল: ৬.০০, ৭.০০, ৮.০০, ৯.০০, ০৯.৩০, ১০.০০, ১১.০০, ১১.৩০। দুপুর: ১২.০০, ১৩.০০, ১৩.৩০, ১৪.০০, ১৫.০০। বিকেল ও রাত: ১৬.০০, ১৬.trash, ১৭.০০, ১৭.৩০, ১৮.০০, ১৯.০০, ২০.১৫, ২১.৩০।

দ্রষ্টব্য: কুয়াশা বা খারাপ আবহাওয়ার কারণে ভেসেল চলাচলের সময় পরিবর্তন হতে পারে।

রেলের মেগা প্ল্যান: ১২৬টি স্পেশাল লোকাল ট্রেন

১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে নামখানা এবং কাকদ্বীপের জন্য বিশেষ ট্রেন চালানো হবে। প্রতিদিন আপ লাইনে ১০টি এবং ডাউন লাইনে ৮টি অতিরিক্ত ট্রেন থাকবে।

গুরুত্বপূর্ণ ডাউন ট্রেনের সময়সূচী (শিয়ালদা/কলকাতা থেকে): | ছাড়ার স্টেশন | সময় | গন্তব্য | পৌঁছানোর সময় | | :— | :— | :— | :— | | শিয়ালদা | রাত ১২:০১ | নামখানা | রাত ২:০৫ | | শিয়ালদা | ভোর ৪:০০ | নামখানা | সকাল ৬:৫৫ | | কলকাতা স্টেশন | সকাল ৭:৩৫ | নামখানা | সকাল ১১:০৮ | | শিয়ালদা | বেলা ১১:৫০ | নামখানা | দুপুর ২:৩০ | | শিয়ালদা | রাত ৯:৪৫ | নামখানা | রাত ১২:৩৬ |

গুরুত্বপূর্ণ আপ ট্রেনের সময়সূচী (নামখানা থেকে): | ছাড়ার স্টেশন | সময় | গন্তব্য | পৌঁছানোর সময় | | :— | :— | :— | :— | | নামখানা | রাত ১২:০৭ | শিয়ালদা | রাত ২:২০ | | নামখানা | ভোর ৪:০৭ | শিয়ালদা | সকাল ৬:৫০ | | নামখানা | সকাল ৯:১০ | শিয়ালদা | সকাল ১১:৩৫ | | নামখানা | দুপুর ৩:০০ | শিয়ালদা | সন্ধে ৬:০৪ | | নামখানা | রাত ১১:০৭ | শিয়ালদা | রাত ১২:১৯ |

যাত্রীদের জন্য বিশেষ টিপস:

১. ভিড় এড়াতে চেষ্টা করুন ভোরের দিকের ট্রেন ধরতে। ২. আবহাওয়া দপ্তরের কুয়াশার পূর্বাভাসের দিকে নজর রাখুন, কারণ কুয়াশা বাড়লে মুড়িগঙ্গা নদীতে ভেসেল পরিষেবা সাময়িক বন্ধ থাকতে পারে। ৩. মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার মুড়িগঙ্গা নদীর উপর সেতুর কাজও দ্রুত এগোচ্ছে, ফলে সামনের বছরগুলোতে যাত্রা আরও সহজ হবে।