জেলেই থাকতে হবে উমর খালিদ-শারজিলকে! দাঙ্গা মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ৫ জনের মিলল মুক্তি

দিল্লি হিংসা মামলায় আপাতত জেলের অন্ধকারেই থাকতে হচ্ছে জেএনইউ-এর প্রাক্তন ছাত্র উমর খালিদ এবং সমাজকর্মী শারজিল ইমামকে। সোমবার সুপ্রিম কোর্ট তাঁদের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে। তবে একই মামলায় স্বস্তি পেয়েছেন অন্য পাঁচ অভিযুক্ত। শীর্ষ আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছে।

২০২০ সালের দিল্লি দাঙ্গার সঙ্গে যুক্ত থাকার ‘বৃহত্তর ষড়যন্ত্র’ মামলায় ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ (UAPA) ধারায় অভিযোগ আনা হয়েছিল। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, উমর খালিদ ও শারজিল ইমামের বিরুদ্ধে আসা অভিযোগের সঙ্গে বাকি পাঁচজনের ভূমিকার স্পষ্ট পার্থক্য রয়েছে। দাঙ্গার নীল নকশা এবং চক্রান্তের গভীরে এই দুজনের যোগসূত্র থাকার অভিযোগেই তাঁদের জামিন দেওয়া হয়নি।

বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, এখনই এই দুই অভিযুক্তকে মুক্ত করা সম্ভব নয়। তবে তাঁদের জন্য একটি সুযোগ খোলা রাখা হয়েছে। আদালত জানিয়েছে, অন্তত এক বছর পর তাঁরা পুনরায় জামিনের আবেদন করতে পারবেন। যদি তার আগেই সাক্ষীদের জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়ে যায়, তবে তাঁরা আগেও আবেদন করার সুযোগ পেতে পারেন। আদালত স্পষ্ট করেছে যে, ভবিষ্যতে নতুন করে জামিনের আবেদন করা হলে সেটিকে সম্পূর্ণ নতুন মামলা হিসেবেই বিবেচনা করা হবে। উমর খালিদ ২০২০ সাল থেকেই বিচারাধীন বন্দি হিসেবে জেলে রয়েছেন।