“প্রতি বছর ৫ লাখ মেয়ে শিকার!” লাভ জিহাদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন দুঁদে আইনজীবী অশ্বিনী উপাধ্যায়

আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার ‘লাভ জিহাদ’ ইস্যুতে আরও বিস্ফোরক দাবি করলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট অশ্বিনী উপাধ্যায়। তাঁর দাবি, লাভ জিহাদ কেবল একটি সামাজিক সমস্যা নয়, এটি বর্তমানে একটি “জাতীয় সমস্যা” এবং ভারতের জনবিন্যাস বা ডেমোগ্রাফি বদলে দেওয়ার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র।
জনবিন্যাস পরিবর্তনের অভিযোগ: অশ্বিনী উপাধ্যায় সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন যে, প্রতি বছর ভারতে প্রায় ৫ লক্ষেরও বেশি মেয়ে এই তথাকথিত ‘লাভ জিহাদ’-এর শিকার হচ্ছে। তাঁর অভিযোগ, দেশজুড়ে অনুপ্রবেশকারীদের বসতি স্থাপন এবং পরিকল্পিত ধর্মান্তরকরণের মাধ্যমে ভারতের সাংস্কৃতিক ও জনসংখ্যাগত কাঠামোকে ধ্বংস করার চেষ্টা চলছে। তিনি বলেন, “জনসংখ্যার কাঠামো বদলে গেলে সেই অঞ্চলের সংস্কৃতিও বদলে যায়, আর এটাই মূল লক্ষ্য।”
পারিবারিক মূল্যবোধ ও লিভ-ইন সম্পর্কের সমালোচনা: এর আগে ভোপালে এক অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত জানিয়েছিলেন, লাভ জিহাদ রুখতে গেলে পরিবার থেকেই প্রতিরোধ শুরু করতে হবে। সন্তানদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর জোর দিয়েছিলেন তিনি। উল্লেখ্য, এর আগে ডিসেম্বরে লিভ-ইন সম্পর্কের তীব্র সমালোচনা করে ভাগবত বলেছিলেন যে, এই ধরনের সম্পর্ক দায়িত্ব এড়ানোর প্রবণতা তৈরি করে এবং পারিবারিক কাঠামোকে দুর্বল করে দেয়। সঙ্ঘ প্রধান এবং বিশিষ্ট আইনজীবীর এই জোড়া আক্রমণ দেশজুড়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।