“হাসিনাকে রাখছেন, মুস্তাফিজকে কেন তাড়ালেন?” ক্রিকেটে ভারত-বাংলাদেশ দ্বন্দ্বে তোপ ওয়েইসির

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ফেরত পাঠানো এবং ভারতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান—এই দুই ইস্যুতে এবার কেন্দ্রীয় সরকারের নীতিকে কড়া ভাষায় আক্রমণ করলেন এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর অভিযোগ, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ক্ষেত্রে ভারত এক অদ্ভুত ‘দ্বিচারিতা’ প্রদর্শন করছে।
মুস্তাফিজকে ফেরত পাঠানো নিয়ে প্রশ্ন: সম্প্রতি বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে (KKR) নির্দেশ দিয়েছে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের আবহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই প্রসঙ্গে ওয়েইসি প্রশ্ন তোলেন, “পহেলগাওঁ হামলার পরও যদি আমরা পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপ খেলতে পারি, তবে মুস্তাফিজকে ফেরত পাঠানোর যুক্তি কী?” তিনি আরও যোগ করেন, যদি একজন ক্রিকেটারকে নিরাপত্তার খাতিরে বা প্রতিবাদের ভাষা হিসেবে ফেরত পাঠানো যায়, তবে শেখ হাসিনাকে কেন পাঠানো হচ্ছে না?
হাসিনাকে ফেরানোর দাবি: ওয়েইসি সাফ জানান, বাংলাদেশে স্থিতিশীলতা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে চীন ও পাকিস্তানের সক্রিয়তা বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো। উল্লেখ্য, বর্তমান বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরানোর দাবি জানালেও ভারত সরকার তাঁর নিরাপত্তা ও আইনি দিকগুলো নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। ওয়েইসির এই মন্তব্য একদিকে যেমন ক্রীড়াজগতে রাজনীতি মেশানোর বিতর্ককে উসকে দিয়েছে, তেমনই ভারতের কূটনৈতিক অবস্থানকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে।