২০২৬ নিয়ে ভয়ংকর পূর্বাভাস বাবা ভাঙ্গা ও নস্ত্রাদামুসের! এলিয়েনদের আগমন নাকি ধ্বংসের শুরু?

২০২৬ সালের শুরু থেকেই বিশ্বজুড়ে মানুষের মনে দানা বাঁধছে এক অদ্ভুত আতঙ্ক ও কৌতূহল। নস্ত্রাদামুস থেকে শুরু করে বুলগেরিয়ার বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গা—বিগত শতাব্দীগুলোতে তাঁদের করা একাধিক ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় নতুন বছরটি নিয়েও শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। যুদ্ধ, এলিয়েন, জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে ২০২৬ সালের জন্য কী কী সংকেত দিয়ে গিয়েছেন তাঁরা? জেনে নিন বিশদে।

এলিয়েনদের সঙ্গে যোগাযোগ: বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী, ২০২৬ সালে মহাকাশ গবেষণায় এমন এক বিপ্লব আসতে পারে যা মানবসভ্যতাকে ভিনগ্রহীদের বা এলিয়েনদের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। যদিও বিজ্ঞানীরা এখনও এর কোনও জোরালো প্রমাণ পাননি, তবে বাবা ভাঙ্গার অনুসারীদের দাবি, এই বছরেই প্রথমবার এলিয়েনদের সঙ্গে পৃথিবীর যোগাযোগ স্থাপনের সম্ভাবনা রয়েছে।

প্রযুক্তি ও এআই-এর দাপট: ২০২৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। নস্ত্রাদামুসের ‘মৌমাছির বিশাল ঝাঁক’-এর রহস্যময় সংকেতটিকে অনেকে ডিজিটাল বিপ্লবের প্রতীক হিসেবে দেখছেন। ড্রোন প্রযুক্তি বা রোবোটিকসের ব্যাপক বিস্তার সমাজব্যবস্থায় এক আমূল পরিবর্তন আনতে পারে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন উত্তেজনা আছে, তেমনই রয়েছে অজানা ভয়।

ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত: আধুনিক নস্ত্রাদামুস হিসেবে পরিচিত এথোস সালোম ইঙ্গিত দিয়েছেন যে, ২০২৬ সালে সম্পদ এবং উচ্চতর প্রযুক্তি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে সংঘাত চরম সীমায় পৌঁছাবে। বিশেষ করে আর্কটিক অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রসীমা নিয়ে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সামরিক উত্তেজনা নতুন রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটি: পরিবেশগত বিপর্যয়ের ক্ষেত্রেও বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অত্যন্ত উদ্বেগজনক। তাঁর মতে, ২০২৬ সালে পৃথিবীর প্রায় ৮ শতাংশ ভূখণ্ডে ভয়াবহ ভূমিকম্প এবং অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক বিপর্যয় দেখা দিতে পারে। যদিও এই সমস্ত দাবি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত নয়, তবুও রাজনৈতিক অস্থিরতা এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এই ভবিষ্যৎবাণীগুলো বিশ্বজুড়ে বিতর্কের ঝড় তুলেছে।

(দাবিত্যাগ: এই প্রতিবেদনে উল্লিখিত তথ্যসমূহ প্রচলিত বিশ্বাস ও ভবিষ্যৎদ্রষ্টাদের পূর্বাভাসের ওপর ভিত্তি করে লেখা। এবিপি লাইভ বা কর্তৃপক্ষ এর সত্যতা যাচাই করে না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ কাম্য।)