বছরের শুরুতেই বড় ধাক্কা! আজ অনেকটা বাড়ল সোনার দাম, কেনার আগে রেট জেনে নিন

নতুন বছরের শুরুতেই সোনা কিনতে গিয়ে ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশ্ব বাজারের অস্থিরতার জেরে দেশের বাজারে লাগামহীনভাবে বাড়ছে হলুদ ধাতুর দাম। ৫ জানুয়ারি ২০২৬, সপ্তাহের শুরুতেই কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে সোনার দাম এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। এক নজরে দেখে নিন আপনার শহরের আজকের লেটেস্ট রেট।
কলকাতায় সোনার দাম: তিলোত্তমায় আজ সোনার দাম বেশ চড়া। ১৮ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ১০,৩০৫ টাকা এবং ১০ গ্রামের দাম ১,০৩,০৫০ টাকা (গতকাল থেকে ১,১৮০ টাকা বৃদ্ধি)। গয়না তৈরির উপযুক্ত ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম আজ ১,২৫,৯৫০ টাকা, যা গতদিনের তুলনায় ১,৪৫০ টাকা বেশি। অন্যদিকে, ২৪ ক্যারেট বা খাঁটি সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৩৭,৪০০ টাকা (১,৫৮০ টাকা বৃদ্ধি)।
দেশের অন্যান্য শহরে সোনার দর: দিল্লি ও জয়পুরে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,২৬,১০০ টাকা। মুম্বই ও হায়দরাবাদে এই দর ১,২৫,৯৫০ টাকা। তবে দক্ষিণ ভারতে চেন্নাইয়ে সোনার দাম সবথেকে বেশি, সেখানে ২২ ক্যারেট ১০ গ্রামের দাম ১,২৬,৬৮০ টাকা এবং ২৪ ক্যারেটের দাম ১,৩৮,৩৩০ টাকা।
বিশেষজ্ঞদের মতে, মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সোনার দামে এই ঊর্ধ্বগতি। গয়না কেনার পরিকল্পনা থাকলে আজকের বাজারের এই বড় পরিবর্তনটি মাথায় রাখা জরুরি।