১০০ দিনের কাজে বড় বদল! ‘মনরেগা’ থেকে বাদ গান্ধীর নাম? পাল্টা চালে তৃণমূলকে রুখতে নামছে বিজেপি

১০০ দিনের কাজের প্রকল্প বা মনরেগা (MGNREGA)-র নাম পরিবর্তন এবং মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া নিয়ে জাতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। এই ইস্যুটিকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস যখন গ্রাম বাংলায় প্রচার শুরু করেছে, ঠিক তখনই পাল্টা জবাব দিতে কোমর বাঁধছে বিজেপি। কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প ‘ভিবি জি রামজি’ (VB G Ramji)-কে সামনে রেখে এবার বুথ স্তরে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছে গেরুয়া শিবির।
বিজেপি সূত্রের খবর, পশ্চিমবঙ্গ-সহ নির্বাচনী রাজ্যগুলোতে বিরোধীদের অপপ্রচারের জবাব দিতে কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ নির্দেশিকা জারি করেছে। সম্প্রতি বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংসদ ও বিধায়কদের এই প্রকল্পের খুঁটিনাটি বুঝিয়ে দিয়েছেন। তৃণমূলের দাবি— বকেয়া টাকা না দেওয়ার ফন্দি হিসেবেই নাম বদল করেছে কেন্দ্র। অন্যদিকে বিজেপি দাবি করছে, প্রকল্পের আধুনিকীকরণ এবং স্বচ্ছতা আনতেই এই পরিবর্তন। ৮ জানুয়ারি থেকে কংগ্রেস ও তৃণমূলের ‘মনরেগা বাঁচাও’ কর্মসূচির পাল্টা হিসেবে ‘ভিবি জি রামজি’ নিয়ে গ্রামে গ্রামে নামছে বিজেপি।