পার্ক সার্কাসে মাঝরাতে মৃত্যুপুরী! জরাজীর্ণ বাড়ির ছাদ ভেঙে প্রাণ গেল বৃদ্ধার, আহত শিশুসহ ২

কলকাতার পার্ক সার্কাস এলাকার লোহারপুলে রবিবার গভীর রাতে ঘটে গেল এক শিউরে ওঠা দুর্ঘটনা। একটি জরাজীর্ণ তিন তলা বাড়ির এক তলার ছাদের চাঙড় ভেঙে পড়ে মৃত্যু হলো রাবিয়া খাতুন নামে এক বৃদ্ধার। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর ভাই এবং ১০ বছরের এক শিশুও। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর ভাইয়ের পা ভেঙে গিয়েছে এবং শিশুটির নাকে ও মুখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনাটি ঘটে রাত ৩টে থেকে সাড়ে ৩টের মধ্যে। যখন পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখনই আচমকা ছাদের বড়সড় একটি অংশ তাঁদের ওপর ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। ভাড়াটিয়ারা বারবার সংস্কারের দাবি জানালেও বাড়ির মালিক তাতে কান দেননি। জনৈক এলাকাবাসীর কথায়, “গরিব মানুষগুলো ওপরওয়ালার অবহেলায় মারা পড়লেন। বারবার বলেও বাড়ির মালিক গুরুত্ব দেননি।”

বিপর্যয়ের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ওই বাড়ির চারপাশ গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে আর কোনও প্রাণহানি না ঘটে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং বাড়ির বর্তমান অবস্থা খতিয়ে দেখা হবে। তবে এখনও পর্যন্ত বাড়ির মালিকের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে।