‘চোখের সামনেই নিভে গেলেন ধর্মজি’, ৯০তম জন্মদিনের আগেই সব শেষ! হেমা মালিনীর আর্তনাদ

বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর প্রয়াণে আজও শোকস্তব্ধ গোটা দেশ। হাসপাতাল থেকে সুস্থ হয়ে হাসি মুখে ফেরার মাত্র কয়েক দিন পরই কেন এমন অঘটন ঘটল, তা মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অপূরণীয় ক্ষতির কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কিংবদন্তি অভিনেত্রী তথা তাঁর জীবনসঙ্গিনী হেমা মালিনী।

২০২৫ সালের ২৪ নভেম্বর দিনটি ভারতীয় সিনেমার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। হেমা মালিনী জানান, সেই সময়টা পরিবারের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল। সানি, ববি, ইশা, অহনা— চার সন্তান সবসময় পাশে থাকলেও শেষরক্ষা হয়নি। অভিনেত্রী বলেন, “সবাই ভেবেছিলাম তিনি সুস্থ হয়ে ফিরবেন, কিন্তু সব পরিকল্পনা ধুলিসাৎ হয়ে গেল।”

সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, ২০২৫ সালের ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন উপলক্ষে এক রাজকীয় উদযাপনের প্রস্তুতি নিয়েছিল দেওল পরিবার। কিন্তু জন্মদিনের ঠিক দু’সপ্তাহ আগেই থেমে গেল চিরতরুণ সেই পথচলা। হেমা আক্ষেপ করে বলেন, “সব গোছানো ছিল, অথচ চোখের সামনে তাঁকে হারিয়ে ফেললাম। এমন দিন যেন ঈশ্বর কাউকে না দেখান।”

ঘর থেকে প্রিয় মানুষের স্মৃতি কিছুতেই মোছা যাচ্ছে না। আজও বাড়িতে তাঁর পছন্দের থেপলা, চাটনি বা ইডলি-সাম্বর তৈরি হলে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। তবে প্রিয় স্বামীর ইচ্ছা পূরণ করতেই ফের কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অন্যদিকে, সানি দেওল তাঁর বাবার স্মৃতিকে অমর করে রাখতে ধর্মেন্দ্রর সাধের ফার্মহাউসটিকে একটি অত্যাধুনিক মিউজিয়ামে রূপান্তর করার পরিকল্পনা করছেন, যেখানে ভক্তরা তাঁদের প্রিয় নায়কের জীবনের ছোঁয়া পাবেন।