এবার মহম্মদ শামিকে তলব! এসআইআর (SIR) শুনানিতে তারকাদের ভিড়, তুঙ্গে বিতর্ক

নির্বাচন কমিশনের এসআইআর (SIR) বা ভোটার তালিকা যাচাইকরণ প্রক্রিয়াকে কেন্দ্র করে কলকাতায় বিতর্কের সুর চড়ছে। কবি জয় গোস্বামী থেকে শুরু করে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে শুনানিতে ডাকার পর এবার সেই তালিকায় যুক্ত হলো ভারতীয় তারকা পেসার মহম্মদ শামির নাম। সোমবার দক্ষিণ কলকাতার কাটজুনগর স্কুলে তাঁকে শুনানির জন্য ডাকা হয়েছিল। তবে বর্তমানে শামি বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে রাজকোটে থাকায় হাজিরা দিতে পারবেন না বলে কমিশনকে জানিয়েছেন।

এই ঘটনায় কমিশনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যেখানে শামি বর্তমানে ভারতীয় দলে প্রত্যাবর্তন এবং ঘরোয়া ক্রিকেটে নিজের ফর্ম প্রমাণের লড়াই চালাচ্ছেন, সেখানে এমন ডাককে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। উল্লেখ্য, চলতি বিজয় হাজারে ট্রফিতে শামি ইতিমধ্যেই ৫ ম্যাচে ১১ উইকেট নিয়ে নিজের ধার বজায় রেখেছেন। তা সত্ত্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে তাঁকে না রাখা নিয়ে বিতর্ক চলছেই।

শামি একা নন, এদিন ওই একই কেন্দ্রে শুনানির জন্য তলব করা হয়েছে অভিনেত্রী লাবনী সরকার ও অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়কেও। এই তারকা দম্পতি সাউথ সিটি আবাসনের বাসিন্দা এবং রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ভোটার। একের পর এক বিশিষ্ট মানুষকে এভাবে লাইনে দাঁড় করিয়ে শুনানি করা নিয়ে রাজ্য রাজনীতিতেও প্রতিবাদের হাওয়া বইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই প্রক্রিয়ার অনিয়ম নিয়ে নির্বাচন কমিশনকে কড়া চিঠি দিয়েছেন।