নতুন বছরে স্টেট ব্যাঙ্কে চাকরির বাম্পার সুযোগ! বাড়ছে শূন্যপদ, আবেদনের সময়সীমা নিয়ে এল বড় আপডেট

ব্যাঙ্কিং সেক্টরে উজ্জ্বল ক্যারিয়ার গড়তে ইচ্ছুকদের জন্য সুখবর! দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), স্পেশালিস্ট ক্যাডার অফিসার (SCO) পদে নিয়োগের ক্ষেত্রে বড় ঘোষণা করেছে। আগে যেখানে শূন্যপদের সংখ্যা ছিল ৯৯৬, তা বাড়িয়ে এখন ১১৪৬ করা হয়েছে। একইসঙ্গে বাড়ানো হয়েছে আবেদনের শেষ তারিখও।

আবেদনের সময়সীমা ও পদ বিভাজন অনলাইন আবেদন প্রক্রিয়া ২ ডিসেম্বর, ২০২৫ থেকে শুরু হয়েছিল। আগে আবেদনের শেষ তারিখ ২৩ ডিসেম্বর থাকলেও, প্রার্থীদের সুবিধার কথা মাথায় রেখে তা বাড়িয়ে ১০ জানুয়ারি, ২০২৬ করা হয়েছে। মোট ১,১৪৬টি শূন্যপদের বিন্যাস নিচে দেওয়া হলো:

ভিপি ওয়েলথ (SRM): ৫৮২টি পদ

এভিপি ওয়েলথ (RM): ২৩৭টি পদ

কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ: ৩২৭টি পদ

যোগ্যতা ও বয়সসীমা আগ্রহী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) বা স্নাতকোত্তর (Post Graduate) ডিগ্রি থাকতে হবে। পদভেদে বয়সসীমা আলাদা:

ভিপি ওয়েলথ: ২৬ থেকে ৪২ বছর।

এভিপি ওয়েলথ: ২৩ থেকে ৩৫ বছর।

কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ: ২০ থেকে ৩৫ বছর।

বেতন ও আবেদন ফি SBI এই পদগুলির জন্য আকর্ষণীয় বেতন বা CTC ঘোষণা করেছে। ভিপি ওয়েলথ পদের জন্য সর্বোচ্চ বার্ষিক বেতন প্রায় ৪৪.৭০ লক্ষ টাকা। এভিপি ওয়েলথ এবং কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ পদের জন্য যথাক্রমে ৩০.২০ লক্ষ এবং ৬.২০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক প্যাকেজ মিলবে। আবেদন ফি হিসেবে সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের ৭৫০ টাকা দিতে হবে। এসসি, এসটি এবং পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য কোনও ফি লাগবে না।

নির্বাচন পদ্ধতি প্রার্থীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে শর্টলিস্ট বা সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। এরপর ইন্টারভিউ বা সাক্ষাৎকার এবং সিটিসি আলোচনার মাধ্যমে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। যোগ্য প্রার্থীরা সরাসরি sbi.bank.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।