Sensex-Nifty Live: খোলার পরেই লাল সঙ্কেত! সেনসেক্স-নিফটির পতন কেন? এখনই জেনে নিন আজকের বাজারের হালহকিকত

সোমবার সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই ভারতীয় শেয়ার বাজারে বড়সড় পতনের ছায়া। গত শুক্রবারের সেই চনমনে ভাব কাটিয়ে ৫ জানুয়ারি দালাল স্ট্রিট কার্যত রক্তাক্ত। সপ্তাহের শুরুতে বিনিয়োগকারীরা আশার আলো দেখলেও, বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স ও নিফটি—উভয় সূচকই নিম্নমুখী হতে শুরু করে।
এদিন সকালে ৩০টি শেয়ার সম্বলিত বিএসই (BSE) সেনসেক্স ১২১.৯৬ পয়েন্ট বা ০.১৪ শতাংশ কমে ৮৫,৬৪০.০৫-এ লেনদেন শুরু করে। অন্যদিকে, এনএসই (NSE) নিফটি ৫০ সূচক সামান্য ৫.১৫ পয়েন্টের ব্যবধানে সবুজ সঙ্কেতে খুললেও, বাজার স্থায়ী হতে পারেনি। সকাল ৯:২৪ নাগাদ দেখা যায়, সেনসেক্স ৩২ পয়েন্ট কমে ৮৫,৭২৯ স্তরে এবং নিফটি ৫ পয়েন্ট কমে ২৬,৩২৩ স্তরে ঘোরাফেরা করছে।
আজকের বাজারের ওঠানামা: বিএসই-তে এদিন লাভের মুখ দেখেছে টাটা স্টিল, অ্যাক্সিস ব্যাংক, রিলায়েন্স এবং এশিয়ান পেইন্টস-এর মতো হেভিওয়েট শেয়ারগুলি। তবে বাজারের সামগ্রিক পতন রুখতে তা পর্যাপ্ত ছিল না। উল্টোদিকে, এইচসিএল টেক, ট্রেন্ট, টেক মাহিন্দ্রা এবং টিসিএস-এর মতো আইটি ও রিটেইল জায়ান্টরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
গত শুক্রবারের চিত্র: উল্লেখ্য, গত ২ জানুয়ারি শুক্রবার ভারতীয় বাজারে এক শক্তিশালী উত্থান লক্ষ্য করা গিয়েছিল। সেদিন সেনসেক্স ৫৭৩.৪১ পয়েন্ট বেড়ে ৮৫,৭৬২.০১ এবং নিফটি ১৮২ পয়েন্ট বেড়ে ২৬,৩২৮.৫৫-এ বন্ধ হয়েছিল। এনটিপিসি, বাজাজ ফাইন্যান্স এবং মারুতির মতো শেয়ারগুলি সেদিন বিনিয়োগকারীদের পকেটে লক্ষ্মী এনে দিয়েছিল। তবে আজকের শুরুটা ঠিক তার বিপরীত।
সেক্টরাল পারফরম্যান্স: বর্তমানে নিফটি আইটি এবং এফএমসিজি সেক্টরের শেয়ারগুলোতে চাপের সৃষ্টি হয়েছে। যদিও মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচকগুলো কিছুটা স্থিতিশীল থাকার চেষ্টা করছে, তবুও সামগ্রিক সেন্টিমেন্ট এখন নেতিবাচক।
দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে লেখা। বিনিয়োগ করার আগে অবশ্যই সার্টিফাইড আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।