জাপানকে গোল দিল ভারত! বছরের শেষে বিশ্ব অর্থনীতিতে ঐতিহাসিক ‘চৌকা’ হাঁকাল মোদী সরকার

বছর শেষে বিশ্ব অর্থনীতির আঙিনায় ভারতের জয়জয়কার। জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির শিরোপা ছিনিয়ে নিল ভারত। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের বর্তমান অর্থনীতির মোট মূল্য দাঁড়িয়েছে ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। এই গগনচুম্বী সাফল্যের ফলে তালিকায় এখন ভারতের আগে রয়েছে কেবল আমেরিকা, চিন এবং জার্মানি।

দ্রুততম বৃদ্ধির রেকর্ড: অর্থমন্ত্রকের রিপোর্ট বলছে, ২০২২ সালে ভারতের জিডিপি যেখানে ছিল ৩.৫ ট্রিলিয়ন ডলার, তা মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ হওয়ার পথে। ২০২৭ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলার এবং ২০৩০ সালের মধ্যে ৭.৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই গতি বজায় থাকলে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে।

রাজনীতি ও অর্থনীতি: রাজনৈতিক মহলের মতে, ২০২৯-এর নির্বাচনের আগে এই পরিসংখ্যান বিজেপির জন্য এক মস্ত বড় হাতিয়ার। বিরোধীদের ‘অর্থনৈতিক অবহেলা’র অভিযোগের পাল্টা জবাব দিতে এই তথ্যকে ঢাল করবে শাসক শিবির। তবে বিরোধীরাও চুপ নেই; তাঁদের দাবি, এই শ্রীবৃদ্ধি কেবল মুষ্টিমেয় শিল্পগোষ্ঠীর হাতেই সীমাবদ্ধ, সাধারণ মানুষের পকেটে এর প্রভাব কতটা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিতর্ক থাকলেও, আন্তর্জাতিক মঞ্চে ভারতের এই উত্থান যে এক নতুন দিগন্ত খুলে দিল, তা মানছেন তাবড় অর্থনীতিবিদরা।