সোশ্যাল মিডিয়ায় নীল ছবির ছড়াছড়ি? কড়া পদক্ষেপ কেন্দ্রের, অমান্য করলেই ফৌজদারি মামলা!

সোশ্যাল মিডিয়ার দেওয়ালে অবাধে ঘুরছে অশ্লীল ও কুরুচিকর কন্টেন্ট। এবার সেই প্রবণতা রুখতে অত্যন্ত কঠোর অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। বুধবার ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে স্পষ্ট জানানো হয়েছে—অবিলম্বে পর্নোগ্রাফিক এবং অশ্লীল কন্টেন্ট সরাতে হবে। এই নির্দেশ অমান্য করলে প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আইনের কড়াকড়ি: কেন্দ্রীয় সরকার আইটি অ্যাক্ট এবং ২০২১ সালের আইটি নিয়মের কথা স্মরণ করিয়ে দিয়ে জানিয়েছে, কোনো হোস্ট বা ইউজার তাদের প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি, ক্ষতিকারক ছবি বা আপত্তিকর ভিডিও আপলোড, মডিফাই কিংবা শেয়ার করতে পারবে না। নির্দেশিকা অমান্য করলে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ অনুযায়ী সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম এবং নির্দিষ্ট ইউজারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হতে পারে।
কেন এই কঠোর পদক্ষেপ? দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ অভিযোগ করে আসছেন যে, সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রমশ শালীনতার সীমা অতিক্রম করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে তৈরি করা অশ্লীল ছবি ও ভিডিও যুব সমাজের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এই বিষয়টি সংসদীয় আলোচনা এবং আদালত পর্যন্ত পৌঁছানোর পর কেন্দ্র আর কোনো ঝুঁকি নিতে রাজি নয়। দ্রুত কন্টেন্ট পরিষ্কার করার জন্য সোশ্যাল মিডিয়া জায়ান্টদের চরম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।