BEL-এ চাকরির সুবর্ণ সুযোগ! পরীক্ষা ১১ জানুয়ারি, জানুন কীভাবে করবেন আবেদন

সরকারি সংস্থায় কাজের স্বপ্ন দেখছেন? তবে আপনার জন্য এল বছরের সেরা উপহার। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) ট্রেনি ইঞ্জিনিয়ার এবং ট্রেনি অফিসার পদে ১১৯ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি যোগ্য প্রার্থী হন, তবে আর দেরি না করে অনলাইনেই সেরে ফেলুন আবেদন।

শূন্যপদ ও বিভাগের বিস্তারিত: মোট ১১৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে:

ট্রেনি ইঞ্জিনিয়ার-১: ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং কেমিক্যাল বিভাগ।

ট্রেনি অফিসার-১: ফিন্যান্স বিভাগ।

নিযুক্ত প্রার্থীদের শিলং, জম্মু ও কাশ্মীর, লেহ লাদাখ এবং দিল্লির মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে কাজ করার সুযোগ মিলবে। ইঞ্জিনিয়ারদের প্রাথমিক মেয়াদ ২ বছর হলেও পরে তা বাড়তে পারে।

যোগ্যতা ও বেতন: ট্রেনি ইঞ্জিনিয়ার পদের জন্য বিটেক (B.Tech), বিই (BE) বা বিএসসি (B.Sc) ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা বাধ্যতামূলক। ট্রেনি অফিসারদের জন্য ফিন্যান্স সংক্রান্ত বিশেষ যোগ্যতা প্রয়োজন। অনূর্ধ্ব ২৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে (সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়মে ছাড় আছে)। নিযুক্তদের মাসিক বেতন হবে ৩০,০০০ টাকা।

আবেদন ও নির্বাচন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া কিউআর কোড স্ক্যান করে নাম নথিভুক্ত করতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ১৫০ টাকা, তবে সংরক্ষিতদের কোনো ফি লাগবে না।

আবেদনের শেষ তারিখ: ৯ জানুয়ারি, ২০২৬।

লিখিত পরীক্ষা: ১১ জানুয়ারি, ২০২৬।