বর্ষবরণের রাতে কলকাতায় জনজোয়ারের আশঙ্কা! মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো, থাকছে কড়া নিরাপত্তা

নতুন বছরকে স্বাগত জানাতে তিলোত্তমায় উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে পার্ক স্ট্রিট থেকে দক্ষিণেশ্বর—জনজোয়ার সামলাতে এবার নজিরবিহীন প্রস্তুতি নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ৩১ ডিসেম্বর, অর্থাৎ বুধবার প্রাক-নববর্ষের রাতে যাত্রীদের নিরাপদ ও ঝঞ্ঝাটমুক্ত সফর নিশ্চিত করতে একগুচ্ছ বিশেষ পদক্ষেপের ঘোষণা করা হয়েছে।
অতিরিক্ত মেট্রো পরিষেবা: রাত বাড়লেও বাড়ি ফিরতে সমস্যা হবে না যাত্রীদের। ৩১ ডিসেম্বর রাত ৯টা ৪০ মিনিটের পর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) মোট ৮টি অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হবে। এর মধ্যে ৪টি আপ এবং ৪টি ডাউন ট্রেন থাকবে।
নিরাপত্তার কড়াকড়ি: এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম এবং দক্ষিণেশ্বরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত আরপিএফ কর্মী। ভিড় নিয়ন্ত্রণে বিশেষ কিউ-ম্যানেজার, দড়ি এবং লাউড হেলারের ব্যবহার করা হবে। বিশেষ করে মহিলা ও শিশুদের সুরক্ষায় পার্ক স্ট্রিট স্টেশনে প্রচুর সংখ্যক মহিলা আরপিএফ অফিসার উপস্থিত থাকবেন।
জরুরি ব্যবস্থার প্রস্তুতি: যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনে প্রস্তুত থাকছে কুইক রেসপন্স টিম (QRT) এবং স্ট্যান্ডবাই ফোর্স। নাশকতা রুখতে ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি চালানো হবে এবং কন্ট্রোল রুম থেকে রিয়েল টাইম সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে প্রতিটি কোণায় নজর রাখা হবে। যাত্রীদের সহায়তা করার জন্য প্রতিটি স্টেশনে বিশেষ হেল্প ডেস্কও সক্রিয় থাকবে।