“বছরে ৪ ৫ কোটি টাকা বেতন!”-AI-এর বিশেষ পদে লোক খুঁজছেন স্যাম অল্টম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সম্ভাব্য ভয়ংকর ক্ষতি ও অপব্যবহার রুখতে এবার কোমর বেঁধে নামছে চ্যাটজিপিটি-র নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এআই মডেলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বড় ধরনের ঝুঁকি আগাম শনাক্ত করতে ‘হেড অব প্রিপেয়ার্ডনেস’ নামক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নতুন করে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির নিরাপত্তা কৌশল এবং ঝুঁকি ব্যবস্থাপনা আরও মজবুত করতেই এই পদক্ষেপ।
ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, ২০২৫ সালেই এআই মডেলের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব সহ বেশ কিছু বাস্তব চ্যালেঞ্জের ‘পূর্বাভাস’ পাওয়া গিয়েছে। অল্টম্যানের মতে, এআই যত উন্নত হচ্ছে, তার থেকে তৈরি হওয়া গুরুতর ঝুঁকি মোকাবিলা করার প্রস্তুতিও ততটা পোক্ত হওয়া প্রয়োজন। তাই ‘হেড অব প্রিপেয়ার্ডনেস’ পদটি এখন প্রতিষ্ঠানের কাছে সবচেয়ে অগ্রাধিকার পাচ্ছে।
বিশাল বেতন ও কঠিন দায়িত্ব: চাকরির বিজ্ঞপ্তিমতে, এই পদের জন্য বার্ষিক বেতন ধরা হয়েছে প্রায় ৫ লক্ষ ৫৫ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪.৬ কোটি টাকা), সেই সঙ্গে থাকছে আকর্ষণীয় ইক্যুইটি সুবিধাও। তবে বেতন যেমন আকাশছোঁয়া, দায়িত্বও তেমন পাহাড়প্রমাণ।
অল্টম্যান সতর্ক করে বলেছেন, “এটি একটি প্রচণ্ড চাপের দায়িত্ব। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে কাজে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই কঠিন বাস্তবতার মোকাবিলা করতে হবে।”
উল্লেখ্য, সম্প্রতি চ্যাটজিপিটি-র ব্যবহার নিয়ে একাধিক বিতর্ক দানা বেঁধেছে। বিশেষ করে ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব এবং কয়েকটি ‘ভুল মৃত্যুর’ মামলায় আইনি জট তৈরি হওয়ায় চাপে রয়েছে ওপেনএআই। এর আগে এই পদের দায়িত্বে থাকা আলেকজান্ডার মাদ্রি এবং পরে লিলিয়ান ওয়েং-এর মতো ব্যক্তিত্বরা পদত্যাগ করেছেন। বর্তমানে জোয়াকিন কুইনোনেরো ক্যান্ডেলা টিমটি সামলালেও ২০২৫-এর মাঝামাঝি তিনি অন্য বিভাগে চলে যাবেন। ফলে এআই-এর ‘ফ্রন্টিয়ার’ সক্ষমতা বা ভবিষ্যৎ ক্ষমতা থেকে তৈরি হতে পারা মারাত্মক ঝুঁকিগুলো সামলাতে একজন দক্ষ নেতার খোঁজে মরিয়া টেক জায়ান্টটি।