খালেদা জিয়ার মৃত্যুতে শোকাতুর বাংলাদেশ, অন্ত্যেষ্টিতে যোগ দিতে কালই রওনা দিচ্ছেন জয়শঙ্কর

ভারত ও বাংলাদেশের বর্তমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এক তাৎপর্যপূর্ণ সফরে ঢাকা যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে ভারত সরকার ও দেশের জনগণের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। আগামী ৩১শে ডিসেম্বর ২০২৫, বুধবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

প্রয়াণ ও অসুস্থতার ইতিবৃত্ত মঙ্গলবার ভোররাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ফজর নামাজের পর ভোর প্রায় ৬টা নাগাদ তাঁর মৃত্যু হয়। গত ২৭শে নভেম্বর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিসিইউ-তে (CCU) স্থানান্তরিত করা হয়েছিল। লিভার সিরোসিস, কিডনির জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিস সহ একাধিক বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড তাঁর দেখভাল করলেও শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়।

কূটনৈতিক গুরুত্ব ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবেশী দেশের একজন প্রাক্তন রাষ্ট্রপ্রধানের প্রয়াণে শ্রদ্ধা জানাতে জয়শঙ্কর এই সফর করছেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছে, এই সফর তা প্রশমনে একটি বড় ভূমিকা নিতে পারে। বিএনপির মতো একটি প্রধান রাজনৈতিক দলের নেত্রীর শেষকৃত্যে ভারতের সর্বোচ্চ স্তরের প্রতিনিধিত্ব একটি বিশেষ রাজনৈতিক বার্তাও বহন করছে।

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও ‘বেগমদের লড়াই’-এর একটি দীর্ঘ অধ্যায়ের অবসান হলো।